শরণার্থী শিক্ষবিদদের পুনর্বাসনের জন্য মার্কিন উদ্যোগ
কলকাতা ২২ জুন- মার্কিন সরকার তার সামরিক জোটের দোসর ইয়াহিয়া চক্রের বাঙলাদেশে বর্বরতার কোন নিন্দা করেনি এবং বাঙলাদেশের মানুষের রায় মেনে নেবার জন্য চাপ দেবারও কোনও ব্যবস্থা করেনি। কিন্তু ইয়াহিয়া ফোজের অত্যাচারে দেশ ছাড়া ভারতে শরণার্থী শিক্ষাবিদদের “সাময়িক পুনর্বাসনের জন্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির মাধ্যমে ব্যবস্থা করছে। ইউ এন আই জানাচ্ছে, গতকাল এই কমিটির চেয়ারম্যান মিঃ এ,ডি ডিউক এর সঙ্গে বাঙলাদেশ মিশনের প্রধান হােসেন আলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রধান ডঃ মজহারুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রধান অধ্যাপক এস এ হাসানের এ ব্যাপারে আলােচনার পর একটা সিদ্ধান্তে পৌঁছলেন।…
সূত্র: কালান্তর, ২৩.৬.১৯৭১