You dont have javascript enabled! Please enable it!

শরণার্থীদের জন্য প্রয়ােজন ৩০০ কোটি টাকা
বিদেশ থেকে এসেছে ৩০ কোটি টাকা

নয়াদিল্লী, ২৯ জুন (ইউ এন আই)- কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রক সর্বশেষ প্রচারিত এক নােটে জানিয়েছে যে বাঙলাদেশ শরণার্থীদের জন্য এ পর্যন্ত বিদেশ থেকে “প্রকৃত সাহায্য” যা পাওয়া গেছে তার পরিমাণ হল ৩০ কোটি টাকা। সরকারের হিসেব হল ৬ মাসের জন্য ৬০ লক্ষ শরণার্থীর জন্য ৩০০ কোটি টাকার প্রয়ােজন হবে। নােটে উল্লেখ করা হয়েছে, ২২জুন পর্যন্ত শরণার্থীদের সংখ্যা ছিল ৬০ লক্ষ ২ হাজার ৪ শ। এই হারে শরণার্থীরা আসতে থাকলে এই সংখ্যা ৮০ লক্ষে পৌছবে বলে সরকার অনুমান করছে। এদের মধ্যে ৬০ লক্ষকে শিবিরে স্থান দিতে হবে। সরকার ইতিমধ্যে যে সীমান্তবর্তী রাজ্যগুলি শরণার্থীদের আশ্রয় ও রক্ষণাক্ষেণের ব্যবস্থা করছে তাদের ১৬ কোটি ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়া খাদ্য কর্পোরেশনের হাতে খাদ্যশস্য ঐ সব অঞ্চলে মজবুত করার জন্য ৮ কোটি টাকা দিয়েছে। নােটে উল্লেখ করা হয়েছে, শরণার্থী শিবির নির্মাণের মালপত্র সংগ্রহ করতে কর্তৃপক্ষকে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে।

সূত্র: কালান্তর, ৩০.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!