You dont have javascript enabled! Please enable it! 1971.06.27 | বাঙলাদেশ শরণার্থী সম্পর্কে সমাজতন্ত্রী দেশগুলির ভূমিকা অভিনন্দিত | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ শরণার্থী সম্পর্কে সমাজতন্ত্রী দেশগুলির ভূমিকা অভিনন্দিত

প্রাগ (চেকোশ্লোভাকিয়া), ২৭ জুন অসামরিক বিমান চলাচল মন্ত্রী ডঃ করণ সিং গতকাল এখানে সাংবাদিকদের বলেন, ভারতের শরণার্থী সমস্যা সম্পর্কে সমাজতান্ত্রিক দেশগুলি বাস্তব ও মানবদরদী মনােভাব গ্রহণ করছে। এ পি জানাচ্ছে এই ভূমিকাকে তিনি অভিনন্দন জানান। ভারত উপমহাদেশের বর্তমান ঘটনাবলী সম্পর্কে ওয়াকিবহাল করতে গত বৃহস্পতিবার ডঃ সিং চেকোশ্লোভাকিয়া পৌছছেন। তিনি চেক প্রধানমন্ত্রী লুবােমির স্টুগাল ও পররাষ্ট্রমন্ত্রী জান মার্কোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত-চেক বিমান পরিবহনের উন্নতির প্রশ্নে পরিবহন মন্ত্রী স্তেফান সেটকার সঙ্গে আলােচনা করেন। তিনি বুলগেরিয়া ও যুগােশ্লাভিয়া যাবেন।

সূত্র: কালান্তর, ২৭.৬.১৯৭১