লবণ হ্রদের শরণার্থী শিবিরে পি সি যােশী
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৯ জুলাই— “ওদেশে ইয়াহিয়ার গােলাম হয়ে থাকা বা এদেশে ভিখিরী হয়ে বেঁচে থাকা কোনটাই আপনাদের কাম্য হওয়া উচিত নয়। আপনাদের মধ্যে যারা বৃদ্ধ, শিশু ও নারী তাদের ভরণপােষণের দায়িত্ব আমরা অবশ্যই নিচ্ছি। কিন্তু যারা তরুণ, তাদের মুক্তিফৌজে নাম লিখিয়ে স্বাধীনতার যুদ্ধে অংশ গ্রহণ করা একান্ত প্রয়ােজন।”
আজ সকালে কলকাতার লবণহ্রদে অবস্থিত শরণার্থী শিবিরগুলাে পরিদর্শন করবার সময় তরুণদের উদ্দেশ্যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা শ্রীপূরণচঁাদ যােশী উপরােক্ত বক্তব্য রাখেন।
তিনি শরণার্থী শিবিরে উপস্থিত হলে, ওখানে কর্মরত যুব সঙ্রে প্রায় দুইশত কর্মী তাকে গার্ড অব অনার’ দেন। তিনি বিভিন্ন শিবিরে আবাল-বৃদ্ধ-বনিতা শরণার্থীদের কাছ থেকে তাঁদের দুঃখ-দুর্দশার-কাহিনী শােনেন।
শ্রীযােশী আগামীকাল পাঁচ দিনের জন্য মেঘালয় রওনা হচ্ছেন বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করার উদ্দেশ্যে।
সূত্র: কালান্তর, ১০.৭.১৯৭১