শরণার্থীদের মধ্যে রাজনৈতিক প্রচারের জন্য শিক্ষাশিবির অনুষ্ঠিত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১৮ জুলাই ভারত বাংলাদেশ সংক্রান্ত রাজনৈতিক প্রচার কমিটির উদ্যোগে শরণার্থীদের শিবিরগুলিতে জাতিধর্ম নির্বিশেষে বাঙলাদেশের সর্বস্তরের জনগণের মুক্তি-সংগ্রামের যাবতীয় তাৎপর্য তুলে ধরার জন্য শরণার্থীদের মধ্যে রাজনৈতিক প্রচার কার্য লিপ্ত থাকবেন এমন ৫০ জন কর্মী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
এই শিবিরে অধ্যাপক শান্তি রায় প্রচার কর্মীদের গুরু দায়িত্ব সম্পর্কে অবহিত করে শরণার্থীদের মধ্যে তরুণতর জোয়ানদের মুক্তি সংগ্রামে অংশ গ্রহণের জন্য অনুপ্রাণিত করার আহ্বান জানান। | কেন্দ্রীয় মন্ত্রী শ্রীবি আর বাঙলাদেশের মুক্তিসংগ্রামের পরিস্থিতি বিশ্লেষণ করেন।
এছাড়া অধ্যাপক নির্মল বসু এবং সর্বশ্রী হরিদাস মৈত্র ও অরুণ মৈত্রও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রচার কর্মীদের কর্তব্য ব্যাখ্যা করেন।
গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাঙলাদেশ সরকারের পক্ষ থেকে ৫ জন প্রতিনিধিও এই শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন।
উল্লেখযোেগ্য, এই প্রচার কর্মীরা বনগাঁ, বারাসত ও বসিরহাটের তিনটি শরণার্থী শিবিরে তদের প্রচারকার্য শুরু করবেন।
সূত্র: কালান্তর, ১৯.৭.১৯৭১