রাজনৈতিক মীমাংসাই বাংলদেশ শরণার্থী সমস্যার একমাত্র সমাধান : ব্রান্ট
নয়াদিল্লী, ২৪ জুলাই (ইউএনআই) পশ্চিম জার্মান রাষ্ট্রদূতবাস থেকে প্রচারিত এক সংবাদে বলা হয়েছে, গতকাল ‘বন’-এ চ্যান্সেলার ব্রান্ট দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, পূর্ববঙ্গের একটা রাজনৈতিক মীমাংসার মাধ্যমেই শুধু বাঙলাদেশের শরণার্থী সমস্যার সমাধান হতে পারে।
তিনি বলেছেন, পশ্চিম পাকিস্তান রাষ্ট্রপতি ইয়াহিয়ার সঙ্গে প্রত্যক্ষ সংযােগ স্থাপন করেছেন এবং তিনি তার কাছে “আবার পত্র পাঠিয়েছেন।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “খােলাখুলিভাবে বলতে গেলে, শরণার্থীদের পক্ষে যখন নিজ দেশে ফিরে যাবার সম্ভাবনা দেখা দেবে তখনই শুধু একটা সন্তোষজনক রাজনৈতিক সম্ভব হবে।”
এটার অর্থ কী রাজনৈতিক সমাধান, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যা, তাই।
তিনি বলেছেন, তারা আরও ২ কোটি টাকা মঞ্জুর করেছেন এবং দাতব্য সংস্থাগুলি ইতিমধ্যে ৩ থেকে ৪ কোটি টাকার রিলিফ পাঠিয়েছে। এ সমস্তই প্রয়ােজনের তুলনায় সামান্য।
তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলােচনার পর তিনি এ ব্যাপারে মার্কিন রাষ্ট্রপতি এবং জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের সঙ্গে আলােচনা করেছেন এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও তার মতামত জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ২৫.৭.১৯৭১