বাঙলাদেশ শরণার্থীদের সমবেদনায়
বার হাজার মার্কিন ছাত্র-ছাত্রী একদিন লাঞ্চ খাবে না
ওয়াশিংটন, ১ নভেম্বর (এপি) ভারতে আগত বাঙলাদেশের শরণার্থীরা যাতে ক্ষুধার্ত না থাকে সেইজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা আগামী বুধবার তাদের লাঞ্চ (দুপুরের খাবার খাবে না । ৭ শ’রও বেশি কলেজ এবং ১২ হাজার স্কুলের ছাত্র-ছাত্রীরা এই অনশনে অংশগ্রহণ করবে।
ছাত্ররাই তাদের স্কুল এবং কলেজের ক্লাসে বা চত্বরে ঐ অনশন পরিচালনা করবে। অক্সফ্যামআমেরিকা ইনকরপোেরেটড-এই অনশনের উদ্যোক্তা। সংস্থার শিক্ষা বিভাগের ডিরেক্টর শ্রীমতি সিন্থিয়া ডিগল আজ একথা জানিয়ে বলেছে, কোনাে ছাত্র ইচ্ছা করলে তার লাঞ্চের পয়সা দান করতে পারে। এইভাবে যে অর্থ সংগৃহীত হবে তা শরণার্থীদের সাহায্যের জন্য পাঠানাে হবে। শ্রীমতি ডিগর আরাে জানান যে, আরফানসাস ও রােড স্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটি অঙ্গ রাজ্য ঐ দিনটিকে ‘অনশন দিবস’ হিসেবে ঘােষণার কথা চিন্তা করছে।
সূত্র: কালান্তর, ২.১১.১৯৭১