০৪ ডিসেম্বর, ১৯৭১ঃ তেজগাও ও কুর্মিটোলা বিমান ঘাটিতে আক্রমণ
ভারতীয় বিমানবাহিনীর জঙ্গী বিমানগুলো বারবার ঢাকা তেজগাও ও কুর্মিটোলা বিমান ঘাটিতে আক্রমণ চালায়। দুপুর ১টা পর্যন্ত আক্রমন চলে। ঢাকা ছিল পাক বিমানবাহিনীর প্রধান বিমান ঘাঁটি। এখানে এক স্কোয়াড্রন স্যাবার জেট ও এফ ৮৬ জেট বিমান ছিল। এগুলির মধ্যে নভেম্বরে ২টি ধ্বংস হয়। ভারতের দুটি বিমান খোয়া যায়। ভারতীয় দুই জন পাইলট নিরাপদে নামতে পারেন কিন্তু পাক বাহিনীর হাতে ধরা পরেন। তাদের পকেটে বাংলাদেশের পতাকা পাওয়া যায়।তেজগাও বিমান বন্দরে জাতিসংঘের একটি বিমান ধ্বংস হয়েছে। পাক বিমান বাহিনীর দুটি সেবর জেট ভারতীয় লোগো লাগিয়ে হিলি আক্রমন করে ভারতীয় স্থল বাহিনী ব্যাপারটি তাৎক্ষনিক অবহিত হয়ে তার উপর গোলাবর্ষণ শুরু করলে বিমান দুটি ফিরে যায়। কুর্মিটোলা বিমান ঘাটির রানওয়ের পাশে ১০০০ পাউন্দের বোমায় বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। তেজগাও ঘাঁটিতে একাধিক গর্ত সৃষ্টি হওয়ায় রানওয়ের ক্ষমতা কমে গেছে।