৪ ডিসেম্বর ১৯৭১ঃ প্রথম বড় আত্মসমর্পণ
কুমিল্লা শহরে পাক বাহিনীর মোতায়েন ছিল ৩০ পাঞ্জাব। দক্ষিনে লাকসামের প্রবেশ মুখে ছিল ২৩ পাঞ্জাব। মাঝ খানে বিরাট গ্যাপ। এই গ্যাপ ধরে পশ্চিমে লালমাই পাহাড় ধরে দাউদকান্দি পর্যন্ত বিন্যস্ত ছিল ২৫ এফএফ। ধলাই যুদ্ধে চরম মার খাওয়া ভারতীয় ৬১ ব্রিগেডকে কমলগঞ্জ সীমান্ত থেকে প্রত্যাহার করে সগত সিং কুমিল্লা আক্রমনে নিয়োজিত করেছিলেন। ধলাই যুদ্ধের সময়েই এই ব্রিগেড এবং এর একটি ব্যাটেলিয়ন অধিনায়ক পরিবর্তন করা হয়েছিল। ব্রিগেড অধিনায়ক ব্রিগঃ টম পাণ্ডে কুমিল্লা শহর আক্রমন না করে দক্ষিনের এই ফাকা জায়গা ধরে বিনা বাধায় ২৫ এফএফ কে ঘিরে ফেলে। অনন্যোপায় হয়ে প্রায় পুরা ব্যাটেলিয়ন আত্মসমর্পণ করে। একই দিন কামালপুরে মাত্র এক প্লাটুন প্লাস পাক সৈন্য আত্মসমর্পণ করে।