৪ ডিসেম্বর ১৯৭১ঃ কামালপুর ফ্রন্ট
শ্রীবরদী বকসীগঞ্জ সড়কের টিকরকান্দি নামক স্থানে ৩১ ব্যালুচ কোম্পানি কমান্ডিং অফিসার মেজর আইয়ুব বকসীগঞ্জ থেকে শেরপুর আসার পথে সকাল ১১ টায় মুক্তিবাহিনীর পুতে রাখা এন্টি ট্র্যাংক মাইন বিস্ফোরণে ১৩ জন পাক সেনাসহ নিহত হলে ভয়ে এ অঞ্চলের পাক বাহিনী এলাকা ছেড়ে চলে যায়। গ্যারিসন অফিসার আহসান মালিকসহ নিয়মিত ও অনিয়মিত সৈন্যের ১৬২ জনের একটি দল আনুষ্ঠানিকভাবে যৌথবাহিনীর কাছে আত্মসর্মপন করে। শক্রমুক্ত হয় বকশীগঞ্জের ধানুয়াকামালপুর। এর সাথে শেরপুরের বিস্তীর্ণ এলাকা মুক্ত হয়