৪ ডিসেম্বর ১৯৭১ঃ দুতাবাস সমুহের সাথে সংযোগ বিচ্ছিন্ন
পাকিস্তানে ভারতের দুতাবাস এবং ভারতে পাকিস্তান দুতাবাসের সাথে স্বীয় দেশ সমুহের সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান ব্রিটেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দুতদের কাছে তার দেশের উপর পাকিস্তানের আক্রমন সম্পর্কে অবহিত করা হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় দুতাবাস সমুহকে পাকিস্তানের হামলা সম্পর্কে সে সকল দেশকে অবহিত করতে বার্তা দেয়া হয়েছে। ভারতে পাকিস্তান দুতাবাসের খোজ খবর নেয়ার জন্য পাকিস্তান বিদেশী দুতাবাসের শরণাপন্ন হচ্ছে।