০৪ ডিসেম্বর ১৯৭১ঃ জামাত ও অঙ্গ সংগঠন
জামাত নেতা শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে এদিন বেতার ভাষণ দেন। ভাষণে তিনি বলেন ‘পাকিস্তান, ইসলাম ও মানবতার দুশমন সাম্রাজ্যবাদী হিন্দুস্তান তার সাম্রাজ্যবাদী লিপ্সা মেটানোর জন্যে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চারদিক থেকে পূর্ব-পাকিস্তান তথা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে।
ইসলামী ছাত্রসংঘের পূর্ব-পাকিস্তান শাখা এবং আল বদর বাহিনীর সংগঠক আলী আহসান মুজাহিদ এবং ছাত্রসংঘের সাধারণ সম্পাদক ও আল বদর হাইকমান্ড সদস্য মীর কাশেম আলী হিন্দুস্তানী বাহিনীর হামলার দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তারা জানান, ছাত্র সমাজ ইস্পাত কঠিন শপথ নিয়ে সেনাবাহিনীর পাশাপাশি লড়ে যাবে।
এদিন চট্টগ্রামে রাজাকারদের অভিযানে উল্লাস প্রকাশ করে ঘাতক দল জামাত ও ছাত্রসংঘের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেয় চট্টগ্রাম জেলা জামাতের আমীর শামসুদ্দিন, সেক্রেটারি আসিউল আলম, প্রাদেশিক পরিষদের সদস্য প্রার্থী মীর তাহের প্রমুখ। মিছিল শেষে জিন্নাহ পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সেনাবাহিনীর পাশে থেকে এরকমভাবে আক্রমণ চালিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করার শপথ নেয়।