৩ ডিসেম্বর ১৯৭১ঃ আখাউরা ফ্রন্টে যুদ্ধ
আখাউরারর উত্তরে পাকবাহিনীর সাথে যৌথ বাহিনীর তুমুল যুদ্ধ চলছে। অপারেশন নাট ক্রেকারস নামে এই অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী।এর অংশ হিসাবে তিতাস রেল সেতুর দিকে অগ্রসর হয় যৌথ বাহিনী। ভারতীয় ৪ গার্ডের সাথে ২ বেঙ্গলের টি ২ কোম্পানি এখানে লড়াই করছে। আখাউরার দক্ষিন দিক থেকেও আক্রমন জোরদার করা হয়েছে। বিভিন্ন দেশের ২০ জন সাংবাদিক এই যুদ্ধ কভার করতে ব্রাহ্মতবাড়িয়া আছেন কিন্তু প্রবল গোলাবর্ষণের মুখে তারা আখাউরা বা তিতাস সেতু এলাকার কাছে ভিড়তে পারেনি। আজমপুর রেলস্টেশন পুনর্দখল করতে যেয়ে লেঃ বদিউজ্জামান পাকবাহিনীর গোলাবর্ষণে নিহত হন।