You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | পিআইএ বিমান ছিনতাই প্রচেষ্টা - সংগ্রামের নোটবুক

৩রা ডিসেম্বর ১৯৭১ঃ পিআইএ বিমান ছিনতাই প্রচেষ্টা

এ দিন প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বোয়িংয়ের নিয়ন্ত্রণ নেন জাঁ ক্যুয়ে নামে এক আলজেরিয়ান বংশদ্ভুত ফরাসি যুবক। বিমানে ২৭ জন আরোহী ছিল। অবিলম্বে ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ প্লেনটিতে তোলা না হলে এটি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। আর ২০ টন মেডিকেল সামগ্রী ও রিলিফ এর গন্তব্য হবে পূর্ব পাকিস্তানের শরণার্থীদের।
ঘটনাটা ঘটেছে যখন পশ্চিম জার্মানির ভাইস চ্যান্সেলর উইলি ব্র্যান্ডট ফ্রান্স প্রেসিডেন্ট পম্পেদ্যুর সঙ্গে বৈঠক করতে সফরে এসে পৌছেছেন মাত্র । ক্যুয়ের দাবি মেনে বিমানে রিলিফ সামগ্রী তোলা হয়। রেডক্রস ও বিমানবন্দর কর্মীদের ছদ্মবেশে পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার এই ছিনতাই অধ্যায়। ওষুধ এবং রিলিফ সামগ্রী অবশ্য পূর্ব পাকিস্তানে পাঠানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স এবং সেটার দায়িত্ব দেওয়া হয় ফ্রান্স রেডক্রস ও মাল্টার এক এনজিও অদ্রে দা মাল্তে (Ordere de Malte) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে।