৪ ডিসেম্বর ১৯৭১ পিআইএ
সরকারী তথ্য বিবরণীতে বলা হয় শীঘ্রই পিআইএ এর বিমান অভ্যন্তরীণ এবং আন্তরযারতিক রুটে আবার চলাচল শুরু করবে। এদিকে ফ্রান্সের অরলি বিমানবন্দরে ছিনতাই প্রচেষ্টাকৃত পিআইএর বিমানটি পশ্চিম পাকিস্তানের উদ্দেশে ফ্রান্স ত্যাগ করেছে।
পিআইএ এর শেষ কিছু ফ্লাইটে সামরিক বাহিনীর পরিবার পূর্ব পাকিস্তান থেকে সরানো হয়েছে।