৩ ডিসেম্বর ১৯৭১ঃ ক্ষমতা হস্তান্তর
সংযুক্ত কোয়ালিশন পার্টির নুরুল আমীনকে প্রধানমন্ত্রীর পদে জুলফিকার আলী ভুটটো মেনে নিয়েছেন একই সাথে তিনি পররাষ্ট্র দপ্তর সহ উপ প্রধানমন্ত্রীর পদ গ্রহনে রাজী হয়েছেন। রাওয়ালপিন্ডির লিয়াকত গার্ডেনে এক ভাষণে ভুটটো উক্ত তথ্য প্রকাশ করেন। তিনি বলেন তিনি আশা করেন আমরা উভয়ে স্বাধীন ক্ষমতা ভোগ করব। এ ব্যাপারে তিনি ইয়াহিয়াকে পত্র দিয়াছেন। তিনি জানান ইয়াহিয়ার কাছে এটা তার শেষ চিঠি। তিনি তা মানলে আগামীকাল সরকারে যোগ দিবেন।