০৩ ডিসেম্বর ১৯৭১ঃ লে. জেনারেল নিয়াজী
লে. জেনারেল নিয়াজী মময়নসিংহ জেলা শান্তিকমিটি আয়োজিত প্রতিবাদ সভায় উপস্থিত থেকে ভাষণ দেন। সভায় তিনি বলেন ভারত সমগ্র পূর্ব পাকিস্তান ঘিরে ১০ ডিভিশন সৈন্য মোতায়েন করেছে। জনগনের দেশপ্রেম, আস্থা, মনোবল, আত্মদানের প্রস্তুতি শত্রুর সংখ্যা ও উপকরনের প্রাধান্যকে ধ্বংস করে দিবে। তিনি জনগনকে হুঁশিয়ার করে দিয়ে বলেন ভারত তার অর্থনৈতিক চাহিদা পুরন এবং সম্প্রসারনবাদী চাহিদা চরিতার্থ করার উদ্দেশে এই প্রদেশকে গ্রাস করার জন্য সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে।
জনসভা শেষে নিয়াজী প্রবল গোলাবর্ষণের মধ্যেই রয়টারের সাংবাদিক জুলিয়াস কের সহ কামালপুরে যান। সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনী ৬ বার ভারতীয় আক্রমন প্রতিহত করায় এবং সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
নোটঃ পরদিন কামালপুরের পতন হয়।