You dont have javascript enabled! Please enable it! 1970 | ১৯৭০ এর আওয়ামী লীগ এর দুই কমিটির তালিকা - সংগ্রামের নোটবুক
১৯৭০ সালের মাঝামাঝিতে আওয়ামী লীগের দুটো গুরুত্বপূর্ণ কমিটি হয়। একটি পূর্ব পাকিস্তানের আরেকটি সমগ্র পাকিস্তানের। ১৯৭০ সালের ৪-৫ জুন গঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কমিটি ছিল নিম্নরূপ:
সভাপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সহ-সভাপতি
সৈয়দ নজরুল ইসলাম,
ক্যাপ্টেন মনসুর আলী,
খন্দকার মােশতাক আহমদ
সাধারণ সম্পাদক
তাজউদ্দীন আহমদ
সাংগঠনিক সম্পাদক
মিজানুর রহমান চৌধুরী
প্রচার সম্পাদক
আব্দুল মােমিন।
দপ্তর সম্পাদক
মােহাম্মদুল্লাহ
শ্ৰম সম্পাদক
জহুর আহমদ চৌধুরী
সংস্কৃতি সম্পাদক
বেগম বদরুন্নেসা আহমদ
কোষাধ্যক্ষ
মােহাম্মদ মহসিন।
সমাজসেবা সম্পাদক
কে এম ওবায়দুর রহমান
৬ জুন হােটেল ইডেনে পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন বসে। এ অধিবেশনে ২০০ কাউন্সিলর যােগ দেন। তাদের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন ৯৪ জন। ওই দিন আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানকে সভাপতি ও কামারুজ্জামানকে সম্পাদক করে পাকিস্তান আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।
এই কমিটিটি নিম্নরূপ-
সভাপতি
শেখ মুজিবুর রহমান।
সহ-সভাপতি
কাজী ফয়েজ,
মােহাম্মদ মাস্টার খান গুল,
বরকত আলী সালমী (বার এট ল)।
সাধারণ সম্পাদক
এ এইচ এম কামারুজ্জামান।
যুগ্ম সম্পাদক
মােহাম্মদ খান রহমানী মােহাম্মদ
শামসুল হক
সাংগঠনিক সম্পাদক
সৈয়দ খলিল আহমদ তিরমিজী।
প্রচার সম্পাদক
আব্দুল মান্নান
শ্ৰম সম্পাদক
মালিক ফররুখ শিয়ার আওয়াল
সমাজ সেবা ও সংস্কৃতি সম্পাদক
জি মােস্তফা সারােয়ার
দপ্তর সম্পাদক
শফিউল আলম।
কৃষি সম্পাদক
সৈয়দ এমদাদ মােহাম্মদ শাহ
কোষাধ্যক্ষ
অধ্যাপক হামিদুর রহমান।
মহিলা সম্পাদিকা
বেগম নূরজাহান মুরশিদ।
References:
সৈয়দ নজরুল ইসলাম মহাজীবনের প্রতিকৃতি, ফয়সাল আহমদ, পৃষ্ঠা ৫৮-৫৯