You dont have javascript enabled! Please enable it! 1971.12.02 | দিনাজপুর ফ্রন্ট - সংগ্রামের নোটবুক

২ ডিসেম্বর ১৯৭১ঃ দিনাজপুর ফ্রন্ট

দিনাজপুরের দক্ষিনে আত্রাই নদীর ২ পাড়ে ১ ব্যাটেলিয়ন করে অবস্থান করে। ভারতীয় ১৬৫ ব্রিগেড আক্রমন শুরু করেছে। দু পাড়েই রয়েছে এক স্কোয়াড্রন করে ট্যাঙ্ক। সংঘর্ষ এখনও চলছে। পাকবাহিনী তাদের অগ্রাভিযান আটকে দিয়েছে।