৩ ডিসেম্বর ১৯৭১ঃ মুক্তাঞ্চল
২ তারিখ সমগ্র উত্তর ঠাকুরগাঁও (পঞ্চগড়) দখলের ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় ৭১ ব্রিগেডের সহায়তায় সারারাত প্রচণ্ড গোলা বর্ষণের পর পাক বাহিনী ঠাকুরগাঁও থেকে পিছু হটে সৈয়দপুর চলে যায় কিছু অংশ দিনাজপুরের খানসামায় অবস্থান নেয়। ৩ ডিসেম্বর ভোর রাতে শত্রুমুক্ত হয় ঠাকুরগাঁও। তখন মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণ মিছিলসহ ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়।
এই দিনে বরগুনা জেলাকে হানাদার মুক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধারা। সীমান্তে শক্তি বৃদ্ধি করার জন্য এখানে অবস্থানরত সামান্য আধাসামরিক বাহিনী সমুহ প্রত্যাহার করে নিলে মাত্র ২১ জনের মুক্তিযোদ্ধার একটি দল বরগুনা মুক্ত ঘোষণা করে। পরে এসডিও কে দিয়ে স্বাধীন দেশের আনুগত্য প্রদর্শন করায়।