বাঙলাদেশের সরকার
মৌলানা ভাসানির আবেদন
গৌহাটি, ১৭ এপ্রিল (ইউ এন)-বাঙলাদেশের ন্যাপ-দলনেতা মৌলানা আবদুল হামিদ ভাসানি ভারতের জনগণ ও সরকারে কাছে অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে আবদেন জানিয়েছেন। এই কথা বলার সময় মৌলানার চোখে জল ছিল।
আজ এখানে কেন্দ্রীয় শিল্প উন্নয়নমন্ত্রী শ্রী মইনুল হক চৌধুরী সাংবাদিকদের এ খবর জানান। শ্রী হক জানান যে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তের এপারে “কোন এক স্থানে মৌলানা ভাসানির সঙ্গে তার দেখা হয়।
মৌলানা ভাসানি বলেন, পাক বাহিনীর বিরুদ্ধে বাঙলাদেশের মুক্তি সংগ্রাম কায়েমী স্বার্থের নিষ্ঠুর আক্রমণের বিরুদ্ধে এক পবিত্র সংগ্রাম।” তিনি বলেন, “পূর্ব বাঙলার স্বাধীনতার আন্দোলন কোন বিচ্ছিন্নতাবাদী দাবি নয়।” স্বৈরতন্ত্রী ইয়াহিয়া খানের ফৌজের দ্বারা লক্ষ লক্ষ নরনারীকে যে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে সারা বিশ্বের বিবেক জাগ্রত হােক এই আবেদন তিনি করেন। ভারত সরকার ও ভারতীয় জনগণের উদ্দেশ্যে “পূর্ব বাঙলার মুক্তি সংগ্রামের” “সমস্ত রকম নৈতিক ও বাস্তব সাহায্য” দেবার আবেদন তিনি করেন।
সূত্র: কালান্তর, ১৮.৪.১৯৭১