০৩ ডিসেম্বর ১৯৭১ঃ সারা প্রদেশে হরতাল ও প্রতিবাদ সভা
সংযুক্ত কোয়ালিশন দল চট্টগ্রামে হরতাল পালন করে। জুমার নামাযের পর একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে লালদীঘি ময়দানে জমায়েত হয়। জামে মসজিদের ইমাম মওলানা আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জমায়েতে বক্তব্য রাখেন কনভেনশন মুসলিম লীগ প্রধান ফজলুল কাদের চৌধুরী, পিডিপি’র মাহমুদুন্নবী চৌধুরী, রিলিফ ও পুনর্বাসন মন্ত্রী অধ্যাপক শামসুল হক, ছাত্রনেতা আবু তাহের প্রমুখ। মময়নসিংহ জেলা শান্তিকমিটি এদিন ময়মনসিংহে এক প্রতিবাদ সভার আয়োজন করে। লে.জেনারেল নিয়াজীসহ এতে বক্তব্য রাখে, অর্থমন্ত্রী আবুল কাসেম, পূর্ত, বিদ্যুৎ ও সেচ মন্ত্রী একে মোশাররফ হোসেন এবং স্থানীয় নেতারা।
ঢাকায় আলবদর গনসংযোগ করে। আল বদর ক্যাডেটরা সুসজ্জিত জীপে মাইক লাগিয়ে সারা শহর প্রদক্ষিন করে। তারা পাকিস্তানের বিজয় এবং ভারতের ধ্বংস কামনা করে বিভিন্ন শ্লোগান দেয়। তারা সমগ্র পুরাতন শহর ও নতুন শহরের নিউমার্কেট থেকে নতুন রাজধানী মোহাম্মদপুর প্রদক্ষিন করে এবং একাধিক পথসভার আয়োজন করে। তাদের প্রদক্ষিন কালে জনগন তাদের হাততালি দিয়ে অভিনন্দন জানান। অনেকেই খণ্ড খণ্ড মিছিলও করেন।