২ ডিসেম্বর ১৯৭১ঃ শমশের নগর ফ্রন্ট
শমশের নগর দখলের জন্য যৌথ বাহিনীর পরিকল্পনায় একের পর এক হামলায় পাকিস্তানি সেনারা শমশেরনগর ছেড়ে মুন্সীবাজার হয়ে জেলা সদর (তৎকালীন মহকুমা) মৌলভীবাজারের দিকে সরে যেতে থাকে। রাধানগর ও মুন্সীবাজারের মাঝামাঝি স্থানে যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের যুদ্ধ শেষে ২ ডিসেম্বর শমশেরনগর পাক হানাদার মুক্ত হয়।সেখানে একজন সেঃলেঃ সহ অনেক পাকিস্তানী সৈন্য নিহত হয়েছে। মুক্তিবাহিনীর এখন একটি নিজস্ব বিমানবন্দর হল।