২ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতীয় জনসংঘ
ভারতের গাঝিয়াবাদে ভারতীয় জনসংঘ এর কার্যকরী সভার বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাক ভারত সমস্যা নিয়ে সম্ভাব্য বৈঠক নিয়ে সরকারকে সতর্ক থাকার আহবান জানিয়েছে দক্ষিনপন্থী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানের বিজেপি)। বৈঠকে চীন সীমান্তে সামরিক শক্তি কমানো এর নিন্দা করা হয়। চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সরকারী প্রচেষ্টার নিন্দা করা হয়।