০২ ডিসেম্বর ১৯৭১ঃ আগাশাহী
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত আগাশাহী নিউইয়র্কে এক টেলিভিশন সাক্ষাৎকারে পূর্ব-পাকিস্তান থেকে পাকিস্তানি সৈন্য সরিয়ে নেবার ভারতীয় দাবিকে উদ্ভট ও অস্বাভাবিক বলেছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে কেহই আমাদের বাধা দিতে পারে না। তিনি পাল্টা প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রকে কেউ হাওয়াই বা আলাস্কা থেকে সৈন্য প্রত্যাহার করতে বলতে পারেনা। সমস্যা কিভাবে মীমাংসিত হতে পারে এমন প্রশ্নের জবাবে আগা শাহী বলেন ভারতকে পূর্ব পাকিস্তানের উপর আক্রমন বন্ধ করতে হবে।