০২ ডিসেম্বর ১৯৭১ কেন্দ্রীয় পিপিপি’র বৈঠক
পেশোয়ারে ভুট্টোর সভাপতিত্বে কেন্দ্রীয় পিপিপি’র ৬ ঘণ্টা ব্যাপী ২ টি অধিবেশনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ‘সত্যিকার’ প্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানানো হয় এতে পাকিস্তানের অখণ্ডতা বজায় থাকবে। পরাজিত নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর এর প্রচেষ্টার বিরুদ্ধে হুশিয়ার উচ্চারন করে বলা হয় এরুপ সিদ্ধান্ত ভারতের কাছে আত্মসমর্পণের শামিল হবে। আর এরুপ হলে আরেকটি তাসখন্দ চুক্তির পথ সৃষ্টি করবে। ভুট্টো পিপিপি’র কোয়ালিশনে যোগ দেবার গুজবকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন।