You dont have javascript enabled! Please enable it!

০২ ডিসেম্বর ১৯৭১ঃ এবিএম নূরুল ইসলাম

বে-আইনি ঘোষিত আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য এবিএম নূরুল ইসলাম এবং প্রাদেশিক পরিষদ সদস্য সৈয়দ বদরুজ্জামান ওরফে এসবি জামান জানান, তারা আশা করেন পাকিস্তানের জনগন কখনই পরাজিত ও প্রত্যাখ্যাত শক্তিকে ক্ষমতায় নেতৃত্ব মেনে নেবে না। গোটা দেশ জানে পাকিস্তান ভেতর এবং বাইরে উভয় দিক দিয়েই গুরুতর সঙ্কটের সম্মুখীন। আমরা বিস্মিত হচ্ছি দেখে পূর্ব পাকিস্তানে কোন রাজনৈতিক নেতৃবর্গ সেনা প্রহরা ছাড়া চলাফেরা করতে পারে না। এই সকল নেতারা বাহিরের শক্তির সাথে যুদ্ধ করার ওকালতি করে যাচ্ছেন। আমরা প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট এর সাথে একমত হয়েছি যে যুদ্ধ কোন সমাধান দেবে না বরং আরও বাড়িয়ে দেবে। শেখ মুজিবের বিচার চলমান এই অজুহাতে সরকার আইন করে বলছে শেখ মুজিব সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না কিন্তু গোলাম আজম , নুরুল আমিন, ভুটটো, খান কাইউম মুজিব সম্পর্কে অনবরত বিবৃতি দিচ্ছেন। আমরা মনে করি সরকার সবাইকে সমান অধিকার দিবেন।

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!