০১ ডিসেম্বর ১৯৭১ঃ গোলাম আজম
জামাত প্রাদেশিক সভাপতি গোলাম আজম প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে ৭০ মিনিট ব্যাপী এক সাক্ষাতকার শেষে এক সাংবাদিক সম্মেলনে বলেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে সত্যিকার অর্থে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আহবান জানিয়েছেন। তিনি জানান পূর্ব পাকিস্তানীদের মনে আস্থা ফেরানোর জন্য পূর্ব-পাকিস্তান থেকে অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের দাবীর কথা বলেছেন। তিনি প্রেসিডেন্টকে জানিয়েছেন পূর্ব পাকিস্তানের প্রতি আগে যে অবিচার করা হয়েছে সে গুলি দূরীভূত করা এবং পূর্ব পাকিস্তানিদের আস্থা অর্জন করা হবে প্রধান কাজ। প্রেসিডেন্ট তাতে সাড়া দিয়েছেন। রাওয়ালপিন্ডিতে অপর এক সাক্ষাৎকারে তিনি বলেন ইন্দিরা গান্ধী শেখ মুজিবের কৌসুলি হিসেবে কাজ করছেন। (উল্লেখ্য গতকাল টেলিভিশন সাক্ষাৎকারে জুলফিকার আলী ভুটটো এই কথা বলেছিলেন)। তিনি বলেন ইন্দিরা পূর্ব পাকিস্তানের পরিস্থিতির সুযোগ নিয়ে পূর্ব পাকিস্তান গ্রাস করতে চাচ্ছেন। শেখ মুজিবের সাথে একটি রাজনৈতিক সমাধানে আসতে ইন্দিরার প্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন এতে ইন্দিরার কি করার আছে পূর্ব পাকিস্তান তো ভারতের অংশ নয় পাকিস্তানের অংশ। পূর্ব পাকিস্তানের জনগন পূর্ব পাকিস্তানের বিষয়ে তাকে ওকালতি করতে বলেনি। মুক্তিবাহিনী সম্পর্কে বলেন তাদের মোকাবেলার জন্য রাজাকার বাহিনীই যথেষ্ট। পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য অবিলম্বে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা উচিত।