You dont have javascript enabled! Please enable it!

১ ডিসেম্বর ১৯৭১ঃ তাজ উদ্দিন

প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন বলেছেন বাংলাদেশ সীমান্ত বরাবর জাতিসংঘ সীমান্তরক্ষী মোতায়েনের প্রস্তাবকে আসলে পাক বর্বরতা চাপা দেবার ষড়যন্ত্র। পাক সেনাবাহিনী যখন লাখ লাখ বাঙালি হত্যা করে বাংলাদেশের বুকে বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল তখন ঐ সব রাষ্ট্র নির্বিবাদে এই সব হত্যাযজ্ঞ সমর্থন করে যাচ্ছিল। এক্ষনে মুক্তিযোদ্ধারা অপ্রতিরোধ্য গতিতে পাক বাহিনীর উপর আঘাত হানছেন আর সাথে সাথেই কয়েকটি রাষ্ট্র শান্তির নাম করে প্রকৃতপক্ষে পাক নাজীদের বাচাতে চাচ্ছে। গোটা বাংলাদেশ জুড়ে পাকিস্তানী বাহিনীর সাথে মুক্তিবাহিনীর এই যুদ্ধে কোন সীমান্ত পর্যবেক্ষকের নিরাপত্তা দেয়া বাংলাদেশের জনগনের পক্ষে সম্ভব নয় এর দায় দায়িত্ব প্রস্তাবকারী দেশের নিতে হবে।
দৈনিক সংবাদ, ত্রিপুরা, ২ ডিসেম্বর।