৩১ অক্টোবর ১৯৭১ঃ ধলাই যুদ্ধ ৪র্থ দিন
গত কয়েক দিনে ভারতীয় ২ জাঠ ব্যাটেলিয়ন ৩০ এফএফ এর সাথে পেরে উঠতে না পারায় নতুন পরিকল্পনায় এই দিনে নতুন করে পাক অবস্থানে আক্রমন করা হয়। পাক বাহিনীর অর্ধ শতাধিক বাঙ্কার ধ্বংসের জন্য ৮৩ লাইট রেজিমেন্ট এর একটি কোম্পানি যুক্ত করা হয়। এই কোম্পানির অধিনায়ক মেজর ভেদ প্রকাশ খাত্রি যুদ্ধে নিহত হন। ১০০ কিমি দূরে অবস্থান নেয়া ৭ রাজপুতানা রাইফেলসকে আরও নিকটে আনা হয় এবং মুল ধলাই বিওপি দখলে নেয়ার জন্য প্রস্তুত রাখা হয়। এই দিনে ভারতীয় ২ জাঠ এর ২ জন জেসিও সহ ২৫ জন নিহত হয় ৪২ জন আহত হয়। ৪ দিনের যুদ্ধে কোম্পানি শক্তি গড়পড়তা ৭৫ জনে দাড়ায়। ৩ দিনের যুদ্ধে ২ জাঠ এর একটি কোম্পানি প্রায় ধ্বংস হওয়ায় সেটি প্রত্যাহার করা হয়। পাক বাহিনীরও ব্যাপক ক্ষতি হয়। ভারতীয় মাধ্যমে ৬০ জন পাকিস্তানী মাধ্যমে ৬ জনের মৃত্যু স্বীকার করা হয়। অবশ্য ৩০ এফএফ সেকেন্ড ইন কম্যান্ড এবং ধলাই অধিনায়ক মেজর জাভেদ আখতার, সেকেন্ড লেফঃ মুস্তাক নওাজ এবং ২ জন জেসিও নিহত হন। মেজর জাভেদের ছুটি কালিন দায়িত্ব পালন করতে এসে এর আগে ১৪ তারিখে মেজর আরশাদ মারা যান। ধলাই হাতছাড়া হওয়ার প্রাক্কালে ব্রিগেড অধিনায়ক রানা জুরি থেকে ২২ বালুচের একটি কোম্পানি, সিলেট থেকে ৩১ পাঞ্জাবের এক প্লাটুন এবং কিছু এসএসজি যুদ্ধ এলাকায় মোতায়েন করেন।
নোটঃ ধলাই যুদ্ধের হতাহতের দিক দিয়ে এই দিন ছিল ভয়াবহতম। ১ বেঙ্গল এবং ৪ নং সেক্টর ট্রুপ্স ছিল বিশ্রামে। ভারতীয় রেকর্ডে আজকের মৃতদের ১ নভেম্বর দেখানো হয়েছে।