You dont have javascript enabled! Please enable it!

২৮ অক্টোবর ১৯৭১ঃ ডিআইটি ভবনে বোমা বিস্ফোরণ

দুপুরে ডিআইটি ভবনে কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে একটি কক্ষের দলিলপত্রাদি পুড়িয়া যায়। এই ভবনের এক পাশে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্র এর কার্যালয় অবস্থিত। আগুনের বিস্তার লাভের আগেই দমকল বাহিনী আগুন নিভাতে সক্ষম হয়। কোন হতাহত হয় নাই।