২৯ অক্টোবর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ইন্দিরা গান্ধীর মাসব্যাপী ইউরোপ সফরের অংশ হিসাবে ৫ দিনের সফরে তিনি লন্ডন পৌঁছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী স্যার এলেক ডগলাস হিউম। তিনি এই দিনে চাথাম হাউজে বক্তৃতা দেন। এর আগে তিনি ভিয়েনা ত্যাগের প্রাক্কালে সাংবাদিকদের বলেন ভারত পূর্ব পাকিস্তান হইতে আগমানকারী অতিরিক্ত শরণার্থীদের জায়গা দিতে পারবে না। তাদের অবশ্যই ফিরিয়া যাইতে হইবে কিন্তু সেখানেও সমস্যা । তিনি বলেন তার দেশ পাকিস্তানের সাথে যুদ্ধ পরিহার করতে বদ্ধ পরিকর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার সময় এখনও আসে নাই।