You dont have javascript enabled! Please enable it! 1971.10.29 | লে. জেনারেল নিয়াজী দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা মৌলভীবাজার পরিদর্শন করেন - সংগ্রামের নোটবুক

২৯ অক্টোবর ১৯৭১ঃ লে. জেনারেল নিয়াজী

লে. জেনারেল নিয়াজী এদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা মৌলভীবাজার পরিদর্শন করেন। তিনি সেখানের ধলাই এলাকায় যাওয়ার পর সেখানে সীমান্তের ওপাড় থেকে গোলাবর্ষণের শব্দ শুনেন। তিনি আকাশ সিমায় একটি ভারতীয় হাল্কা বিমান উড়িয়া যাইতে দেখেন। তিনি সীমান্ত রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীকে সীমান্তে যে কোনো ধরনের হামলা প্রতিহত করার নির্দেশ দেন। তিনি বিভিন্ন স্থানে রাজাকারদের সাথে কথা বলেন। তাদের বিভিন্ন কাজের প্রশংসা করেন। তিনি বলেন নিয়মিত বাহিনী যখন সীমান্ত রক্ষায় বেস্ত তখন রাজাকার রা দেশের ভিতরের সমস্যা সমাধান করছে। পরিদর্শনকালে নিয়াজী লাতু, জুরী, মৌলভীবাজার এলাকাসমূহ পরিদর্শন করে। তার সফরের সময় ১৪ ডিভিশন অধিনায়ক মেজর জেনারেল কাজি এবং ২০২ ব্রিগেড অধিনায়ক ব্রিগেডিয়ার রানা সাথে ছিলেন।