You dont have javascript enabled! Please enable it! 1971.10.29 | মার্শাল টিটো পাক ভারত সমস্যা সমাধানে তার মধ্যস্থতার কথা অস্বীকার করিয়াছেন - সংগ্রামের নোটবুক

২৯ অক্টোবর ১৯৭১ঃ মার্শাল টিটো

বেলগ্রেডে এক মার্কিন টেলিভিশন সাক্ষাৎকারে মার্শাল টিটো পাক ভারত সমস্যা সমাধানে তার মধ্যস্থতার কথা অস্বীকার করিয়াছেন। তবে তিনি পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসন দিয়া বিষয়টি সমাধানের জন্য ইয়াহিয়াকে বলেছিলেন। ইরানের রাজতন্ত্রের ২৫০০ বার্ষিকী পালনের উৎসবে যোগ দেয়ার সময় ইরানে তিনি তাকে এই পরামর্শ দিয়াছিলেন। এক সপ্তাহের জন্য কানাডা এবং যুক্তরাষ্ট্র সফরে রওয়ানা হওয়ার প্রাক্কালে তিনি এই কথা বলেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সমস্যা কেন্দ্রিক পাক ভারত উত্তেজনা বিশ্ব এর সবচেয়ে মারাত্মক সঙ্কট। তিনি এই সঙ্কট সমাধানের উপর জোর দেন।