২৭ অক্টোবর ১৯৭১ঃ এ.টি. সাদী সভাপতি, পাকিস্তান দরদী সংঘ।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী সদস্য এবং শান্তি কমিটির কেন্দ্রীয় সদস্য এ.টি. সাদী হাউস্টনে কিছু পাকিস্তানি ছাত্রের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলে যে, ‘সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে উপ-নির্বাচনের ব্যবস্থা করেছে। কিন্তু ভারত সীমান্ত এলাকায় গুলিবর্ষণ এবং চরদের লেলিয়ে দিয়ে উপ-নির্বাচন বাতিলের ষড়যন্ত্র করছে।’ এ.টি. সাদী এবং আরেক প্রতিনিধি ফাতেমা সাদেক এর আগে টেক্সাস সফর করেন।