You dont have javascript enabled! Please enable it! 1971.10.26 | মৌলবি ফরিদ আহমেদ এর চ্যালেঞ্জ - সংগ্রামের নোটবুক

২৬ অক্টোবর ১৯৭১ঃ মৌলবি ফরিদ আহমেদ এর চ্যালেঞ্জ

পটিয়া থেকে স্বতন্ত্র প্রার্থী সাবেক পিডিপি ভাইস প্রেসিডেন্ট(বহিষ্কৃত নন কিন্তু দল তাকে দলে নিস্ক্রিয় রাখিয়াছে) মৌলবি ফরিদ আহমেদ নির্বাচনে ৬ দলকে চ্যালেঞ্জ জানাইয়াছেন। মৌলবি ফরিদ আহমেদ এর প্রকৃত নির্বাচনী এলাকা সমগ্র কক্সবাজার আসন। তিনি বলেন এই নির্বাচনে দেশের কোন মঙ্গল হবে না বিবেচনায় তিনি নির্বাচন করতে মোটেই ইচ্ছুক ছিলেন না। কিন্তু ৬ পার্টির হুমকির কারনেই তাকে নির্বাচনে নামতে হইল। তিনি বলেন ৬ পার্টি হুমকি দিয়াছিল ৬ পার্টির বাহিরে কাউকে নির্বাচন করতে দেয়া হইবে না। তাহার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফজলুল কাদের চৌধুরীর বড় ভাই ফজলুল কবির চৌধুরী(স্বতন্ত্র) কনভেনশন লীগের আহমেদুর রহমান এবং পিডিপি এর মাহমুদুননবী চৌধুরী। এই আসনের সকলেই বহিরাগত প্রার্থী। ফরিদ আহমেদ বলেন নির্বাচন শেষ মুহূর্তে নাও হইতে পারে।