২৬ অক্টোবর ১৯৭১ঃ ৬ দলের আসন ভাগাভাগি
স্বাধীনতাবিরোধীরা সব দ্বিধা-দ্বন্দ্ব ত্যাগ করে সম্মিলিত প্রার্থী দাঁড় করানোর ব্যাপারে এদিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। পিডিপি প্রধান নূরুল আমিন জানান, ৬ দলের নেতারা প্রার্থীদের তালিকা প্রকাশের দায়িত্ব তার উপর ছেড়ে দিয়েছে। নেতারা এক যুক্ত বিবৃতিতে দেশের সংহতি রক্ষার উদ্দেশ্যে বিদেশী দুশমন ও তাদের দেশী এজেন্টদের বিরুদ্ধে কঠিন শিলার মতো রুখে দাঁড়াবার আহবান জানায়। তারা জানায়, ‘দেশ আজ অভ্যন্তরীণ ও বিদেশী শত্রুর দ্বারা হুমকির সম্মুখীন। দুষ্কৃতকারীরা দেশপ্রেমিকদের হত্যা করছে। নিরীহ জনসাধারণকে হয়রানি করছে। এরূপ সঙ্কটময় মুহূর্তে উপ-নির্বাচন জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্কট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধতা।’