২৭ অক্টোবর ১৯৭১ঃ উথানট
জাতিসংঘ মহাসচিব উথানট ভারত ও পাকিস্তানের রাষ্ট্র প্রধানের নিকট প্রেরিত এক বানীতে বলেন পাক ভারত যুদ্ধের হুমকি দেখা দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করিয়াছেন। এবং প্রস্তাব দিয়াছেন যে সংঘর্ষ এড়া ইবার জন্য তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। দুই সরকার যদি মনে করে উথান ট এর মধ্যস্থতা কোন সময়ে তাদের কাজে লাগিতে পারে তাহা হইলে তিনি তাদের জন্য কাজ করিতে প্রস্তুত আছেন। তিনি বলেন উভয় দেশ ধ্বংসাত্মক যুদ্ধ এড়া ইতে আগ্রহী সে বিষয়ে তাহার দৃঢ় আস্থা রহিয়াছে।