২৫ অক্টোবর ১৯৭১ঃ ৬ দল
মতভেদ ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অবশেষে নির্বাচনে সম্মিলিত প্রার্থী দাঁড় করাবার ব্যাপারে ৬ দল পুনরায় সম্মত হয়েছে বলে জানা যায়। পিডিপি, জামাত, কাউন্সিল লীগ, কাইয়ুম লীগ, কনভেনশন লীগ, নেজামে ইসলাম এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে বৈঠকে একত্রিত হয়। ৫ দলের ঐক্যমত্য হইলেও কনভেনশন লীগ ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হইতে চাইতেছিল না। পরে জাতীয় পরিষদে তাদের আসন বৃদ্ধি করে আপোষ রফা করা হয়।