You dont have javascript enabled! Please enable it! 1971.10.23 | পাকিস্তানের আদর্শ সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী- কৃষিমন্ত্রী নওয়াজেশ আহমদ - সংগ্রামের নোটবুক

২৩ অক্টোবর ১৯৭১ঃ কৃষিমন্ত্রী নওয়াজেশ আহমদ

কৃষিমন্ত্রী নওয়াজেশ আহমদ এদিন মাগুরা এবং নড়াইলে সমাবেশে বলেন , ‘পাকিস্তানের আদর্শ সম্পর্কে অজ্ঞতাই হচ্ছে বর্তমান পরিস্থিতির জন্যে দায়ী। আজকের তরুণ সমাজের মধ্যে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির দাবি কেনো হয়েছিলো সে ব্যাপারে প্রকৃত উপলব্ধি নেই। তরুণ সমাজের মধ্যে এ বোধ জাগ্রত করতে হবে।