You dont have javascript enabled! Please enable it!

মেঘনার পূর্বে ও পদ্মার পশ্চিমে জঙ্গি শাসনের অবসান

চট্টগ্রাম হইতে শ্রীহট্ট পর্যন্ত মেঘনার পূর্বদিকে এবং অনুরূপ পদ্মার পশ্চিমভাগে কোথাও পাক জঙ্গি সরকারের কর্তৃত্ব বা আধিপত্য নাই। এই অঞ্চলসমূহ মুক্তিফৌজের দখলে আসিয়াছে। তবে ছাউনি বা ক্যান্টনমেন্টগুলাে এখনও দখলে আসে নাই এবং দুইটি বিমান বন্দর পাক জঙ্গি ফৌজরা মরণপণ সংগ্রামে আঁকড়াইয়া রাখিয়াছে। কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর হইতে তাহারা সেবার জেট বিমান যােগে বিভিন্ন স্থানে যাইয়া হানা দিতেছে— মর্টার মেশিনগান চালাইয়া জনপদ ধ্বংস করিতেছে। বস্তুতপক্ষে পূর্ব পাকিস্তানের (পাক জঙ্গি সরকারের সাম্রাজ্য) পরিধি সঙ্কুচিত হইয়া ছাউনিসর্বস্ব বা ক্যান্টনমেন্ট মাত্র সার হইয়াছে।

সূত্র: ত্রিপুরা
৭ এপ্রিল, ১৯৭১
২৫ চৈত্র, ১৩৭৭

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!