২০ অক্টোবর ১৯৭১ঃ ভারত যুগোশ্লোভিয়া যুক্ত ইশতেহার
যুগোশ্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর ভারত সফর শেষে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে ঘোষণা করা হয় যে, দু’দেশেই মতৈক্যে পৌছেছে যে, জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের গণপ্রতিনিধিদের কাছে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক সমাধানই এ এলাকায় স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠার জন্য সঠিক উপায়। দুই দেশ মনে করে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বেআইনী ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে মুক্তিদান অবশ্য প্রয়োজন।