১৯ অক্টোবর ১৯৭১ঃ নিয়াজি
পাবনায় রাজাকারদের এক সমাবেশেলে. জেনারেল নিয়াজী রাজাকারদের সুশৃঙ্খলভাবে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান। সমাবেশে জেলার শান্তিকমিটির সদস্যরাও উপস্থিত ছিলো। সমাবেশের আগে সে রাজাকার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত রাজাকারদের পরিদর্শন করেন। সেখানে সে বলে যে, ‘মানুষের মৃত্যু অনিবার্য। কিন্তু রাজাকাররা যদি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করে, তবে তারা নিঃসন্দেহে আল্লাহর রহমত পাবে।’ নিয়াজি পরে সেখান থেকে রাজশাহী যান।