১৯ অক্টোবর ১৯৭১ঃ ইন্দিরা গান্ধী
ইন্দিরা গান্ধী দিল্লীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন আহুত পাক ভারত আলোচনার আর কোন প্রয়োজন নাই। আলোচনা দরকার বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের সাথে তবে সেখানকার পুতুল সরকারের সাথে আলোচনায় সংশ্লিষ্ট করা যাবে না। পাকিস্তান এটি যত দ্রুত করবে যুদ্ধের সম্ভাবনা তত কমে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চলমান যুদ্ধে জনগনের সমর্থন আছে একদিন তারা সেই গন্তব্বে পৌছবে। বাংলাদেশের মানুষের জন্য এখন ক্রমেই বিশ্ব এর দুয়ার খুলে যাচ্ছে। পাশ্চাত্য দেশগুলিতে তাহার সফরের পরিকল্পনা এখন বলবত আছে। এই দিনে নিউইয়র্ক টাইমস এ সিডনী শনবারগ এর নেয়া ইন্দিরা গান্ধীর এক সাক্ষাৎকার প্রকাশ করেন। সাক্ষাৎকারে গান্ধী বলেন ভারত পাকিস্তান সীমান্তে সামরিক পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করিয়াছে। তবে তার দেশ কোন মতেই পাকিস্তানকে এই দেশ আক্রমনের মত উস্কানি দিবে না।