You dont have javascript enabled! Please enable it!

১৬ অক্টোবর ১৯৭১ঃ জহিরুদ্দিন

উর্দুভাষী বাঙালি, সাবেক মন্ত্রী আওয়ামী লীগ টিকেটে রমনা থেকে নির্বাচিত ক্লিয়ারড এমএনএ ঢাকায় তার রেঙ্কিন স্ট্রিটস্থ বাসভবনে অবজারভার প্রতিনিধিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তার গ্রুপের সদস্যরা আসন্ন জাতীয় পরিষদের অধিবেশনে স্বতন্ত্র গ্রুপ হিসাবে অবস্থান নিবে। তার সাথে কতজন সদস্য আছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন ৮৮ জন ক্লিয়ারড সদস্যদের অর্ধেকই তার সাথে আছে। কতজন তার সাথে যোগাযোগ রাখিতেছে এই প্রশ্নের কোন জবাব দিতে অস্বীকৃতি জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার দল নিষিদ্ধ থাকায় তার গ্রুপ আসন্ন উপনির্বাচনে অংশ নিবে না তবে বেক্তিগত ভাবে কেউ অংশ নিলে দল বাধা দিবে না। অপর আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি নতুন দল গঠন করিবেন না। তার গ্রুপের কেউ অন্য দলে যোগদান করার ব্যাপারে কোন কিছু জানায় নাই। আসন্ন ঈদের পর তারা একত্র হইবেন