You dont have javascript enabled! Please enable it! 1971.10.16 | ইরানে নিকোলাই পদগোর্নি - ইয়াহিয়া বৈঠক - সংগ্রামের নোটবুক

১৬ অক্টোবর ১৯৭১ঃ ইরানে নিকোলাই পদগোর্নি – ইয়াহিয়া বৈঠক

পারস্য সাম্রাজের ২৫০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ব নেতাদের সমাবেশে অংশ নেয়ার ফাকে ইয়াহিয়া সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নির সাথে বৈঠকে মিলিত হন। সোভিয়েত প্রেসিডেন্ট নিকোলাই পদগোর্নি পাকিস্তানের ঐক্য ও সংহতি রক্ষায় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি রক্ষায় আগ্রহী বলে জানান। তিনি(পদগোর্নি) বলেন তার দেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী। ইয়াহিয়া পদগোর্নিকে জানান উপমহাদেশের শান্তি অক্ষুন্ন রাখা ভারতের মনোভাবের উপরই নির্ভরশীল। ইয়াহিয়া এখানে তুরস্ক রুমানিয়া এবং যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট এর সাথেও বৈঠক করেন।