১৬ অক্টোবর ১৯৭১ঃ জেনারেল নিয়াজী
জেনারেল নিয়াজী এদিন দেশের উত্তরাঞ্চলে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ভারত এই সীমান্ত দিয়ে হামলা করতে পারে বলে নিয়াজি সীমান্ত এলাকায় নিয়োজিত পাকী সেনাদের সে ভারতীয় হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন। সফরকালে নিয়াজীকে ময়মনসিংহ, শেরপুরসহ অন্যান্য স্থানে পাকিস্তানিদের সহযোগী দালালরা ব্যাপক সম্বর্ধনা জানায়। ময়মনসিংহে তিনি রাজাকার ট্রেনিং কেন্দ্র পরিদর্শন করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।