You dont have javascript enabled! Please enable it! 1971.10.11 | মাহমুদ আলী শনিবার নিউইয়র্কে বিপুল সংখ্যক পাকিস্তানীর এক সমাবেশে ভাষণ দেন - সংগ্রামের নোটবুক

১১ অক্টোবর ১৯৭১ঃ মাহমুদ আলী

জাতিসংঘ সাধারন পরিষদে পাকিস্তানী প্রতিনিধিদলের নেতা ও পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী শনিবার নিউইয়র্কে বিপুল সংখ্যক পাকিস্তানীর এক সমাবেশে বলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অধিবাসীরা অখণ্ড ও গনতান্ত্রিক পাকিস্তানে বসবাস করিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের ঐক্য ও গণতান্ত্রিক ব্যাবস্থার স্বার্থে পাকিস্তানীরা নিজেদের জানমাল কোরবান করতে প্রস্তুত। পাক মার্কিন মৈত্রী সমিতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী পাকিস্তানী ছাত্রদের উদ্যোগে এই সমাবেশ আহবান করা হয়। বিপুল সংখ্যক পূর্ব পাকিস্তানী সভায় উপস্থিত ছিলেন। তিনি যখন বলেন টিকিয়া থাকার জন্য পাকিস্তানের সৃষ্টি তখন তারা বিপুল করতালি দেয়। আবেগ উদ্বেল কণ্ঠে তিনি বলেন উভয় অংশের জনগন বিদেশী হামলার বিরুদ্ধে সংগ্রাম চালাইয়া যাইবে।