You dont have javascript enabled! Please enable it!

ব্ল্যাক আউট

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আগরতলা শহরে নিপ্রদীপের মহড়া হয়েছে। এই মহড়ার উদ্দেশ্য ছিল জনসাধারণকে নিপ্রদীপের বিষয়ে অবহিত করা এবং অসামরিক প্রতিরক্ষা। নতুন সংগঠনের কার্যকারিতা পরীক্ষা করে দেখা। শহরের চারদিক থেকে একসঙ্গে ১০টি সাইরেন বেজে উঠার সঙ্গে সঙ্গে নিপ্রদীপ শুরু হয় এবং এ সংকেতের ২০ সেকেন্ডের মধ্যে সমগ্র শহরের ৯৮ শতাংশ নিপ্রদীপ হয়ে যায় এই মহড়াকে সার্থক করে তুলবার জন্য জনসাধারণ অকুণ্ঠ সহযােগিতা করেছেন। এই মহড়ায় অসহযােগিতার দুই একটি ঘটনা ঘটেছে। যারা এর জন্য দায়ী তাদেরকে অনুরােধ করা হয়েছে যাতে ভবিষ্যতে তারা এরূপ অসহযােগিতা না করেন।
সরকারের তরফ থেকে এ ব্যাপারে জনসাধারণকে ধন্যবাদ জানানাে হয়েছে এবং ভবিষ্যতে এরূপ মহড়ায় বা জরুরি অবস্থায় তাদের আরাে সহযােগিতা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভারত সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত নিপ্রদীপ মহড়া হবে।

সূত্র: ত্রিপুরা
১৫ সেপ্টেম্বর, ১৯৭১
২৯ ভাদ্র, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!