৯ অক্টোবর ১৯৭১ ঃ মাহমুদ আলী ,শাহ আজিজ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকারী প্রতিনিধি দলের অন্যতম সদস্য শাহ আজিজুর রহমান এদিন উদ্বাস্তু সংখ্যা সম্পর্কে ভারতীয় বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। জাতিসংঘের প্রতিনিধি দলের নেতা মাহমুদ আলী এদিন আমেরিকায় বসবাসকারী কতিপয় পাকিস্তানি নাগরিক এবং ছাত্রদের উদ্দেশ্যে বলে্ন যে, ‘পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণ ঐক্যবদ্ধ পাকিস্তানে বসবাস করতে দৃঢ় প্রতিজ্ঞ। পাকিস্তানের প্রতিটি মানুষ ঐক্য ও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্যে তাদের জানমাল কুরবান করতে প্রস্তুত রয়েছে।’ সভা শেষে মাহমুদ আলী, শাহ আজিজ, এ.টি. সাদী, আগাশাহী বিভিন্ন প্রশ্নের জবাব দেন।